images

সারাদেশ

লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোষরদের বিচার এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার এক নম্বর নলদী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলটি নলদী বিএনপির কার্যালয় থেকে বের হয়ে নলদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নলদী বাজার সংলগ্ন পোস্ট অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান জামান।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য রহাত সরদার ওকিল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আশিকুর রহমান স্বপন, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিয়ার রহমান পিন্টু, ছাত্রদল নেতা ইব্রাহিম মোল্যা, ত্রান বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, লোহাগড়া কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম লায়ন, সদস্য সাজ্জাদ শিকদার, কলেজ ছাত্রদল নেতা আনিচুর রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হুমায়ুন আহমেদ প্রমুখ।

এ সময় বক্তব্য উপস্থিত নেতৃবৃন্দ নলদী ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. সিয়াম মোল্যা কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে সেটি সোস্যাল মিডিয়ায় ছেড়ে উল্লাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং বক্তারা পুলিশ প্রশাসনকে সন্ত্রাসী সিয়াম মোল্যাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে নড়াইল জেলা ব্যাপী কঠোর কর্মসূচি পালনের হুশিয়ার প্রদান করেন।

প্রতিনিধি/ এজে