জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম
মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘বয়কটের নামে কেউ যদি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে, তবে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে জেলা শহরের বাটা শোরুম এবং কয়েকটি কোমল পানীয়ের গোডাউন পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
এ সময় এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘একটি গোষ্ঠী দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করে কেউ ছাড় পাবে না।’
তিনি এসব লুটেরা ও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিনহাজুল কবির প্রমুখ।
প্রতিনিধি/একেবি