images

সারাদেশ

খুলনায় ভোক্তা অধিকারের অভিযান, ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পিএম

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৪ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল ) ভোক্তা অধিকারের ৯টি টিম এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার পাবলা এলাকায়  অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে  খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার ও খুলনা মহানগরীর শাহাপুর বাজার এলাকায়  অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে দেবহাটা ও কালিগঞ্জ  উপজেলার নলতা বাজার ও কুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী এর  নেতৃত্বে মিরপুর  উপজেলার ডাক-বাংলো বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার রামনগর ও কছুন্দি বাজারে  অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে কচুয়া  উপজেলার সাইনবোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ  উপজেলার গান্না রোড বাজার এলাকায়  অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর  উপজেলার ডিংগেদহ ও হিজলবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া   উপজেলার  লক্ষীপাশা বাজারে অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে