images

সারাদেশ

জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম

জয়পুরহাট পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে  প্রশাসন। অভিযান পরিচালনাকালে আইন অম্যান্যকারীদের ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে শহরের টিএনটি মোড় থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত রাস্তার দুই পাশে  জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের প্রধান সড়কের দুই ধারের ফুটপাত অবৈধ ভাবে দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ পথচারীদের। দোকানের ভেতরে পর্যান্ত জায়গা থাকার পরেও ওই সব অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে নেয়। ফুটপাতে অবৈধ ভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলার পরও সাত ব্যবসায়ী রাস্তা দখল করে দোকান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা কালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন বলেন, জন সাধারণে চলাচল ও সড়কের দু’পাশে নির্বিঘ্নে যাতে যানবাহন চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে