জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১০:৫০ এএম
খুলনাসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এরই ধারাবাহিকতায় খুলনা শহরে বাটা-শো রুম এবং কেএফসি ফুড কোর্টে লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (৭ এপ্রিল) রাতভর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে খুলনা মেট্রাপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার খুলনা শহরে বাটা শো রুম এবং কেএফসি ফুড কোর্টে লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে হামলা ও লুটপাট করা হয়।
বিক্ষুব্ধ জনতা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনো’স, বাটার মত আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালায়। এ সময় কেএফসি ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। অনুরূপভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়।
প্রতিনিধি/টিবি