জেলা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ০২:০৩ পিএম
ফিলিস্তিনে দখলদার ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে খাগড়াছড়িতে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১২টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চ এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে শাপলা চত্বর হয়ে সেলিম মার্কেট ঘুরে আবার মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
মো. রাকিব ইফতির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মো. আমিনুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল, মো. মাওলানা আলমগীর, মো. মাওলানা আব্দুর রাজ্জাক।
বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি একই সঙ্গে জাতিসংঘের নিরাবতায় নিন্দা জানায়। বাংলাদেশের সব ইসরাইল পণ্য বয়কট করার আহ্বান জানান।
সমাবেশ শেষে শান্তি কামনায় মোনাজাত করা হয়। একই বিষয়ে জেলার বিভিন্ন উপজেলার বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/এসএস