images

সারাদেশ

স্ত্রীকে খুন করে ৩ সন্তান নিয়ে স্বামী উধাও!

জেলা প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৫, ১১:৩৭ এএম

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে আলেয়া বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার বনগ্রাম গ্রামের ভাড়া বাসা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারী গ্রাম থেকে স্বামী মো. রুবেল লস্করের সঙ্গে কর্মসংস্থানের জন্য ৩ সন্তান নিয়ে বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার বনগ্রাম গ্রামে আসেন আলেয়া বেগম।

আরও পড়ুন

নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

পরে ওই এলাকার এক নারীর ভাড়া বাড়িতে গত ৩ এপ্রিল ঘর ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন তারা। পুলিশ জানায়, গতকাল রোববার (৬ এপ্রিল) বিকেলে বসত ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে নিহতের অভিযুক্ত স্বামী রুবেল লস্কার সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে যায়।

thumbnail_1000001756

পরে সন্ধ্যার দিকে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত নারীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার করে পালিয়ে গেছে স্বামী। পুলিশের ধারণা তার স্বামীই ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এই ঘটনায় নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দ্রুত পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

প্রতিনিধি/এসএস