images

সারাদেশ

শেরপুরে জমি নিয়ে ভাইবোনের মারামারিতে বড় ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম

images

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে জমি সংক্রান্ত দ্বন্দ্বে ভাইবোনের মারামারিতে ৬০ বছর বয়সী দুলাল মন্ডল মারা গেছেন।

বুধবার (২ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দুলাল মন্ডল, মৃত আব্দুল কাদির মন্ডলের ছেলে, দীর্ঘদিন ধরে ভাইবোনদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িত ছিলেন। মঙ্গলবার হেলিম মন্ডল, দুলালের ছোট ভাই, তার বসতভিটায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ কাটতে গেলে দুলাল, তার বোন হামিদা বেগম ও তাকমিনা বেগম বাধা দেন। এ নিয়ে ভাইবোনদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বোনেরা দুলালের গলা চেপে ধরলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

দুলাল মন্ডলকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, দুলাল মন্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একইসাথে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুলিশ এই ঘটনায় প্রতিবেশী আশকর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

প্রতিনিধি/একেবি