images

সারাদেশ

কুড়িগ্রামের ৫ উপজেলায় ঈদের নামাজ আদায়

জেলা প্রতিনিধি

৩০ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

images

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামজ আদায় করা হয়েছে। 

রোববার (৩০ মার্চ) জেলার পাঁচটি উপজেলার পাঁচ গ্রামে প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদের নামাজ পড়েন।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, আজ রোববার সকাল ৯টায় জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামের নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করেন। এছাড়া ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ফুলবাড়ি উপজেলা সদর ইউনিয়নের মাঝিটারী, রাজিবপুর উপজেলার করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসা মাঠ, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের হাজিপাড়া দারুসুন্নাহ মাদরাসা ও এতিমখানা ঈদগা মাঠ এবং রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রামে।

এ বিষয়ে ভূরুঙ্গামারীর পাইকডাঙ্গা গ্রামের ঈমাম সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সৌ‌দি আর‌বের স‌ঙ্গে মিল রে‌খে সিয়াম শুরু করি এবং চাঁদ দেখে সিয়াম শেষ করে ঈদ পালন করে থাকি। পৃথিবীর যেকোনো যায়গায় চাঁদ উঠলেই হলো। 

এ বিষয়ে দু’টি নিয়ম চালু আছে। তা হলো - চাঁদ দেখা অথবা চাঁদ ওঠার খবর শোনা। আমরা চাঁদ ওঠার সম্পর্কের সঙ্গে রোজা ও ঈদ পালন করে আসছি।

প্রতিনিধি/ এমইউ