images

সারাদেশ

জামালপুরের কয়েক গ্রামে ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি

৩০ মার্চ ২০২৫, ১২:৪১ পিএম

images

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ীসহ আরও তিনটি উপজেলার কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

thumbnail_VideoCapture_20250330-111037

ঈদ জামাতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ জামাতে পুরুষের পাশাপাশি অংশগ্রহণ করেন নারীরাও।

আরও পড়ুন

ভোলার ১৪ গ্রামে ৫ হাজার মানুষের ঈদ উদযাপন

উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ এ নামাজে অংশ নেয়।

thumbnail_VideoCapture_20250330-111030

ঈদ জামাতে ইমামতি করা বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন বলেন, আমরা তিনটি বিষয় লক্ষ্য করে এই নামাজ ও রোজা করি। এর মধ্যে চাঁদ দেখা অন্যতম। এখন সারা বিশ্বে সাওয়াল মাস। এছাড়া বিশ্বের যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলেই আমরা রোজা ও ঈদ করতে পারি।

প্রতিনিধি/এসএস