images

সারাদেশ

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

images

ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় সন্ধ্যার পর থেকেই সাভারের মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। আর এতেই নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা দিয়েছে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মজারমিল এলাকা থেকে চন্দ্রা চৌরাস্তা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে গাড়ির কিছুটা ধীরগতি রয়েছে। এছাড়া আশুলিয়ার মজারমিল, জিরানী, বাড়ইপাড়া এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সন্ধ্যার পর ওই এলাকাগুলোতে গাড়ি চলাচলে ধীরগতি দেখা যায়। তবে আশুলিয়ার বাড়ইপাড়া, জিরানী ও চন্দ্রা চৌরাস্তায় তীব্র যানজট রয়েছে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সওগাতুল আলম বলেন, সাভারে সড়কের অবস্থা স্বাভাবিক। তবে আশুলিয়ার এক অংশে কিছুটা ধীরগতি থাকতে পারে, যা কালিয়াকৈরের থানাধীন বলে জানান তিনি।

প্রতিনিধি/ এমইউ