জেলা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ০৭:৪২ এএম
দিনাজপুরে ডিউটি থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসচাপায় ট্রাফিক পুলিশের এক টিএসআই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে এগার মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুল করিম। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বতলাগাড়ি এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই পদে কর্মরত ছিলেন।
দশমাইল হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি