images

সারাদেশ

আশুগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

images

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীন আলম বক্সীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার লালপুর বায়েক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহীন আলম বক্সী বায়েক গ্রামের আব্দুল হক বক্সীর ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, আটক যুবলীগ নেতা শাহীন বক্সী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিষ্ফোরক আইনে রুজুকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শাহীন বক্সী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক কারবার ও ভূমি দস্যুতাসহ বিভিন্ন অপকর্মেরও অভিযোগ রয়েছে। 

প্রতিনিধি/ এমইউ