images

সারাদেশ

ফরিদপুরে চিকিৎসককে মারধরের প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৫, ০৩:৪৯ পিএম

images

ফরিদপুরে আলোচিত অর্থপেডিকস বিভাগের চিকিৎসক ড. শাহিন জোয়ারদারের উপরে হামলার প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। 

বুধবার (১৯ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান। এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া মুত্তাকিন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের ছেলে ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন যুবক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের উপরে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনার পর থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। 

মামলার পরেই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ মামলার প্রধান আসামি মুত্তাকিনকে ঢাকার মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান জানান, ‘থানার উপপরিদর্শক ফাইন ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল মুস্তাকিমকে গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার ছয়জন আসামির মধ্যে চারজনকে ঘটনার পরপরই গ্রেফতার করা হয়।’

প্রতিনিধি/একেবি