images

সারাদেশ

লেপের নিচে মিলল ৪ কেজি গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৭ মার্চ ২০২৫, ১০:১০ পিএম

images

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাটের নিচে লুকিয়ে রাখা চার কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কসবা পৌরসভার পশ্চিম শীতলপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হৃদয় মিয়া (২৫) জেলার কসবা উপজেলার মধুপুর গ্রামের আলী আকবরের ছেলে ও হৃদয় মিয়ার স্ত্রী তানিয়া (২৩)।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার পশ্চিম শীতলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে পশ্চিম শীতলপাড়ার গিয়াসউদ্দিন আহম্মেদের দোতলা বাড়ির নিচ তলা থেকে হৃদয় ও তানিয়ার ফ্লাটে তল্লাশি করে খাটের ওপর লেপের নিচ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে