images

সারাদেশ

নরসিংদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম

images

নরসিংদীতে খাল থেকে রাবেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৬ মার্চ) দুপুরে বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

গৃহবধূ রাবেয়া বেগম সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী পশ্চিম পাড়া এলাকার আওয়াল মিয়ার স্ত্রী।

গতকাল থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়।

পুলিশ জানায়, রাবেয়া বেগম শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রোববার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী খালে তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে।

প্রতিনিধি/ এমইউ