images

সারাদেশ

যৌতুক মামলায় স্কুলশিক্ষক জেলে

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

images

ঝিনাইদহের মহেশপুর বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলায় ভুয়া আপসনামা দিয়ে জামিন নিতে গেলে আদালতের বিচারক স্কুলশিক্ষক তরিকুল ইসলামকে (৪২) জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রোববার (১৬ মার্চ) স্থানীয় গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়।

অভিযুক্ত তরিকুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের শাহজান আলীর ছেলে ও জলুলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শিক্ষক তরিকুল ইসলাম জলুলী উত্তরপাড়া গ্রামের উজির আলীর মেয়ে নার্গিস সুলতানার সঙ্গে বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল। নার্গিস কোনো উপায় না পেয়ে গত ১৩/৬/২০২৪ তারিখে মহেশপুর বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৩৮১/২৪।

এ মামলায় জলুলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম রোববার সাদা কাগজের ওপর ভুয়া আপসনামা তৈরি করে এলাকার কিছু মানুষের সই নিয়ে বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, জলুলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম ইতিপূর্বে আরও দু’টি বিয়ে করেছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

প্রতিনিধি/ এমইউ