images

সারাদেশ

ফেনীতে ৫৩৪ পরিবার পেল রেড ক্রিসেন্টের হাইজিন পারসেল

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৫, ০৭:৪৭ পিএম

images

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৩৪ পরিবারকে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে হাইজিন পারসেল বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ মিস্টার। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য শেখ ফরিদ বাহার।

thumbnail_20250316_121356

উপ-যুব প্রধান ১ আবদুল হালিম জুলহাসের পরিচালনায় এসময় ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা রিসোর্স কর্মকর্তা খলিলুর রহমান, রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য রাসেল চৌধুরি, ইউনিট লেভেল কর্মকর্তা আবদুল মান্নান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওবায়দুল হক আইয়ুব, সদস্য সচিব কাজী কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী পেল সাড়ে ৭০০ পরিবার

thumbnail_20250316_120558

জিয়াউদ্দিন আহমেদ মিস্টার জানান, প্রতিটি হাইজিন পার্সেলে গোসলের সাবান ১২টি, কাপড় ধোয়ার সাবান ৮টি, স্যানিটারি প্যাড ১ প্যাকেট, টয়লেট টিস্যু ৫ প্যাকেট, টয়লেট ব্রাশ ১টি, নেইল কাটার ১টি, টুথ ফেস্ট ২টি, টুথ ব্রাশ ৫টি, হ্যান্ড ওয়াশ ১টি, হ্যান্ড ওয়াশ রিফিল প্যাক ২টি, নারিকেল তেল ১ বোতল, চিরুনি ১টি ও তোয়ালে ১টি রয়েছে। ইতোপূর্বে এ ইউনিয়নের ৫২০ পরিবারকে ৬ হাজার ১২০ টাকা করে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস