images

সারাদেশ

ঝালকাঠিতে আ.লীগ নেতা সাবেক পিপি মন্নান রাসুল কারাগারে

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম

images

ঝালকাঠিতে তিনটি মামলায় সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মন্নান রাসুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন।

আব্দুল মন্নান রাসুল শহরের রোনালসে রোডের মৃত মো. মুজাফফর আলী মিয়ার ছেলে। তিনি জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন।

আরও পড়ুন

নাশকতা মামলার আসামিকে অধ্যক্ষ নিয়োগের পাঁয়তারা

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বলেন, মন্নান রাসুলের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। যার মধ্যে তিনটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনটি মামলার শুনানি আগামী ১৮ মার্চ ধার্য করেছেন আদালত।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই আব্দুল মন্নান রাসুল আত্মগোপনে চলে যান। তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

প্রতিনিধি/এসএস