images

সারাদেশ

৩ মাদকাসক্তের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১৫ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম

images

ফেনীতে অভিযান চালিয়ে তিন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ফেনী শহরতলীর লালপোল বেদেপল্লিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় সেবন করার জন্য গাঁজা ক্রয় করা অবস্থায় লক্ষ্মীপুর জেলার আবদুল ওহাবের ছেলে আবুল খায়ের (৩৫), দাগনভূঞা উপজেলার বজলের রহমানের ছেলে আমির হোসেন (৫৫), নারায়ণগঞ্জ জেলার ফরিদুল ইসলামের ছেলে মারুফ আহমেদকে (২০) তিনশত গ্রাম গাঁজাসহ আটক করে কর্তৃপক্ষ। 

আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত তিন ব্যক্তিকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবু তাহের জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এমইউ