images

সারাদেশ

মাগুরার সেই শিশুর ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৫ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম

images

শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ফাঁসির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বারইখালী এলাকায় এ মানববন্ধন করেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন - বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মহিলা দলের সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী, সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী।

বক্তারা পরবর্তী এক সপ্তাহের মধ্যে আছিয়াকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। একইসাথে তারা সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার প্রধানের প্রতিও দাবি জানান। 

প্রতিনিধি/ এমইউ