images

সারাদেশ

গাজীপুরে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি

১৫ মার্চ ২০২৫, ০২:১২ পিএম

গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রেজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর কলাবাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনার ১৬ দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সকালে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, নেত্রকোনা সদর থানার টেঙ্গা এলাকার আলী ওসমানের ছেলে জুলহাস।

আরও পড়ুন

সিরাজগঞ্জে দেয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত, আহত ৩

নিহত পোশাক শ্রমিক রেজাউল করিম নেত্রকোনা দুর্গাশ্রম এলাকার ইসহাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাতে পোশাক শ্রমিক রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথে গড়গড়িয়া মাস্টার বড়ি এলাকায় আসলে ছিনতাইকারীরা তার গতিরোধ করে তার সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছিনতাইকারীরা। পরে ৯ মার্চ সন্ধ্যায় তার হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের এক দিন পর নিহতের ভাগিনা রিমন পরিচয় শনাক্ত করেন এবং হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার হয়। তাদের আদালতে পাঠানো হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ওসি।

প্রতিনিধি/এসএস