জেলা প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের দ্রুত বিচার ও পুলিশের ওপর শাহবাগীদের হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিক্ষোভকারীরা ‘পানি লাগলে পানি নে, শাহবাগীদের গোসল দে’, ‘পুলিশ ভাই জখম কেন, শাহবাগীরা জবাব দে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ স্লোগান দেন।
শুক্রবার (১৪ মার্চ) ছাত্র ও যুবজনতার ব্যানারে জুমার নামাজের পর পৌরসভার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পুরাতন বাস টার্মিনালে আসে। এরপর শহরের হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও শাফায়াত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা এসএম সালাউদ্দিন, সাজ্জাদ হোসেন, নড়াইল জজকোর্টের অ্যাডভোকেট শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা শামীমুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাশেদুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল এদেশের পুলিশ প্রশাসনসহ, ইসলামপ্রিয় তাওহিদি জনতা এবং ছাত্র-যুবকদেরকে বিভিন্ন প্রকার উসকানি দিয়ে যাচ্ছে তাদের পাতানো ফাঁদে পা দিতে। কিন্তু এদেশের মানুষ এখন অনেক সচেতন। এখন আর ২০১৩ সালের মতো ঘোল খাওয়ানো যাবে না। এটা চব্বিশের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। এসময় তিনি তার বক্তব্যে পুলিশের উপর বিনা উসকানিতে শাহবাগীদের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান।
উক্ত বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী আশিকুর রহমান দিপু, সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, যুবনেতা মো. শাকিল উদ্দীন, আব্দুল কাদের, ফারহান মুমিন, মো. আকাশ, নয়ন শেখ, রাজিব শিকদার, আরিফ হোসেন, আল-আমিনসহ আরও অনেকে।
প্রতিনিধি/ এজে