images

সারাদেশ

কুমিল্লায় মুফতি আব্দুল মতিন আলক্বাদেরীর জানাজায় মুসল্লিদের ঢল

জেলা প্রতিনিধি

১৪ মার্চ ২০২৫, ০২:৩৪ পিএম

images

বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ওস্তাদুল উলেমা মুফতি আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন আলক্বাদেরী প্রথম জানাজা শুক্রবার (১৪ মার্চ) সকালে কুমিল্লা আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বিশাল বারান্দায় দাঁড়িয়ে মুসল্লিরা জানাজায় অংশ নেন।

রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী জানাজায় ইমামতি করেন। সকাল ৯টায় প্রিন্সিপাল আব্দুল মতিনের লাশ তাঁর প্রিয় কর্মস্থল চকবাজার ইসলামিয়া আলিয়া মাদরাসায় আনা হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিংবডির সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন।

জানাজা শুরুর আগে মুফতি আব্দুল মতিনের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে বক্তব্য রাখেন— প্রফেসর ড. আব্দুল অদুদ, অধ্যক্ষ আল্লামা হোসাইন আহমদ ভূইয়া, আল্লামা আনম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, অধ্যক্ষ স. উ. ম. আব্দুস সামাদ, অধ্যক্ষ ড. এ. কে. এম. মাহবুবুর রহমান, অধ্যক্ষ মনির হোসাইন, অধ্যক্ষ আলি আকবর ফারুকি, অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালী, শায়খুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক, মাওলানা আবু সুফিয়ান আল ক্বাদেরী, শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী ও বিএনপি নেতা ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

বক্তারা বলেন, প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিন ছিলেন দ্বীনি শিক্ষা বিস্তারের একজন অন্যতম খেদমতকারী। ইসলামী শিক্ষা ও সুন্নিয়াতের আদর্শ প্রচারে এবং ইসলামী আলোচনায় সমাজ সংস্কারের ওপর তিনি খুব বেশি গুরুত্ব দিতেন। তিনি সমাজে ইসলামের সঠিক জ্ঞান ও শিক্ষা ছড়িয়ে দিতে মাদ্রাসাগুলোর গুরুত্ব তুলে ধরতেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। মুফতি মোহাম্মদ আব্দুল মতিন আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি উন্নত সমাজ গড়ার স্বপ্ন দেখতেন। দ্বীনি শিক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রথম জানাজার পর প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের লাশ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মধুপুর নিজ গ্রামে। সেখানে বেলা ৩টায় স্থানীয় হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা আরেফে রাব্বানী শাহ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী, দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন সভাপতি আলহাজ এম এম বাহাউদ্দিন এবং সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বির আহমদ মোমতাজীসহ কুমিল্লা জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।

প্রিন্সিপাল আব্দুল মতিন (৫৮) ঢাকায় আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ৮টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রতিনিধি/একেবি