জেলা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম
সরকারি চাকুরির কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আলামত জব্দ করার অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতের তদন্তকারী কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে আদালতে আলামত জব্দ করার আবেদন করেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।
পরে এ আবেদনের ওপর আদালতে শুনানি করেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এস এম মইনুল করিম। শুনানি শেষে আলামত জব্দ করার অনুমতি প্রদান করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলি তাজহাট) আদালত, রংপুরের বিচারক মো. রাশেদ হোসাইন।
এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মইনুল করিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এর আগে রংপুরে গিয়ে বিভিন্ন জনের সাক্ষ্য নিয়েছে। এখন আলামত জব্দের অনুমতি দিয়েছে আদালত। এর মাধ্যমে মামলার তদন্তে আরেক ধাপ অগ্রগতি হলো। মামলার প্রয়োজনে জব্দ করা আলামতের ফরেনসিক পরীক্ষা করে শিগগির মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।
আদালত সূত্রে জানা যায়, আবু সাঈদ হত্যার পর পুলিশ বাদী হয়ে মেট্রোপলিটন তাজহাট থানায় একটি মামলা দায়ের করে। এরপর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে গত বছরের ১৯ আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন আদালতে হত্যা মামলা করেন শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। দু’টি মামলারই তদন্ত করছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুর পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রতিনিধি/ এমইউ