images

সারাদেশ

চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৩ মার্চ ২০২৫, ০৮:২৮ পিএম

চাঁদপুরের হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বারেক খান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার চরভাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি বারেক হাইমচর উপজেলার চরাভাঙ্গা গ্রামের খান বাড়ির লোকমান খানের ছেলে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, রাতভর হাইমচর থানা পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ বারেক খানকে গ্রেফতার করা হয়। বারেক একজন তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে ইতোমধ্যে জেলার বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযুক্ত বহু আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে