images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ২ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৩ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

images

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকায় বারোরশিয়া এলাকায় দুটি অবৈধ ইটভাটা আরপি ব্রিকসকে ৫০ হাজার ও বাটা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ও পরিবেশে অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ। 

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই বৃহস্পতিবার দুটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায়ের পাশাপাশি অংশ বিশেষ গুড়িয়ে দেওয়া হয়। আগামীতেও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে৷ 

প্রতিনিধি/ এজে