images

সারাদেশ / শিক্ষা

১৪ মে হবে চবির ৫ম সমাবর্তন 

জেলা প্রতিনিধি

১৩ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম

images

দীর্ঘ অপেক্ষার পর আগামী ১৪ মে (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন। বুধবার (১২ মার্চ) অনুষ্ঠিত চবির অ্যাকাডেমিক কাউন্সিলের এক্সট্রা অর্ডিনারি (২৪৭তম) সভার সিদ্ধান্ত অনুযায়ী এ তারিখ ধার্য করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল এর এক্সট্রা অর্ডিনারি (২৪৭তম) সভা আজ মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৪ই মে,২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি বলেন, ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীগণ সমাবর্তনে  অংশগ্রহণের সুযোগ পাবেন। অতিশীঘ্র বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আশা করা হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।

প্রতিনিধি/ এজে