images

সারাদেশ

ফরিদগঞ্জে আরও ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

জেলা প্রতিনিধি

১২ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে আরও তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। 

বুধবার (১২ মার্চ) দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উচ্চ আদালতের রিট পিটিশনের চূড়ান্ত আদেশের নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মেসার্স নুরূল আলম ব্রিকস, মেসার্স তালুকদার ব্রিকস ও মেসার্স জিদনী নুসরাত ব্রিকসে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ইটভাটাগুলো এক্সকাভেটরের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চিমনির আগুন নিভিয়ে দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন - পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীরা।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সক্রিয় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, এর আগেও দু’টি অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ছয়টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ