images

সারাদেশ

ভিমরুলের কামড়ে প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের 

জেলা প্রতিনিধি

১২ মার্চ ২০২৫, ০৪:০৭ পিএম

ঝালকাঠির কাঠাঁলিয়ায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাঠাঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা।

নিহত মাজেদ হাওলাদার (৪৫) ওই এলাকার মৃত মোকসেদ হাওলাদারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদ থেকে ৬ মাস আগে অবসর নিয়েছেন। 

নিহতের ভাগ্নি রুপা আক্তার বলেন, বাড়ির পাশের একটি বাগানে গাছে উঠে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌচাকের পাশে থাকা ভিমরুলের বাসায় নাড়া-চড়া পড়ে। এ সময় ভিমরুলের কামড়ে তিনি আহত হন। পরে তাকে আহত অবস্থায় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

কাঠাঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ নেই। 

প্রতিনিধি/ এমইউ