জেলা প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১০:০৮ এএম
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে রয়েছেন। দফতরে অনুপস্থিত থাকার কারণে তাদের স্থানে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তার ব্যতিক্রম হয়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন রিপনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়। এরপর তিনি উপজেলা বিএনপির নেতাদের ম্যানেজ করে ইউনিয়ন পরিষদে উপস্থিত হতেন। বিগত ২ মাস ধরে তিনি অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিত থাকার পরেও তিনি স্ব পদে বহাল রয়েছেন। বর্তমানে তার স্থানে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোস্তফা কামাল। তিনিও একই মামলার আসামি।
শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম বলেন, গত ৪ আগস্ট চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের নেতৃত্ব ছাত্রদের ওপর হামলা চালানো হয়। তার বিরুদ্ধে মামলা হলেও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল আছেন। প্যানেলে চেয়ারম্যান মোস্তফা কামালও মামলার আসামি।
যুবদল নেতা রিয়াজুল হক ও মাসুম বিল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলেও তারা গ্রেফতার হয়নি।
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, কাউকে গ্রেফতার করা হয়নি। কেন গ্রেফতার হয়নি এমন প্রশ্নে তিনি বলেন বাদী আসুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোনো মামলার কাগজ আসেনি। আমরা ২ বার ভিজিটে গিয়ে তাকে উপস্থিত পেয়েছি। তিনি উপস্থিত না থাকলেও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। আর কোনো অভিযোগ পাইনি।
প্রতিনিধি/এসএস