জেলা প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ০৯:২৭ পিএম
কক্সবাজারে মার্কিন এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তারেকুর রহমান প্রকাশ (৩০) আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আসিফ মহিউদ্দিনের আদালতে তারেকুর রহমান নিজের অপরাধ স্বীকার করেন। তারেকুর রহমান, যিনি সোইল্যা তারেক নামে পরিচিত, কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১০ মার্চ) সকালে শহরের শহীদ সরণী এলাকায় মার্কিন দুই নারী নাগরিককে শ্লীলতাহানি করেন তারেকুর। ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে কক্সবাজারে অবস্থান করছিলেন, যিনি ইউএন উইমেন-এর কর্মকর্তা হিসেবে কর্মরত।
ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করে এবং তিনি আদালতে স্বীকারোক্তি দেন। তার বিরুদ্ধে ২০২২ সালে শিশু ধর্ষণের অভিযোগও ছিল, তবে জামিনে মুক্তি পেয়ে তিনি ফের অপরাধে জড়ান।
প্রতিনিধি/একেবি