images

সারাদেশ

হাতের মেহেদী শুকিয়ে যাবার আগে স্বামীর বাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৫, ০৬:০৪ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিয়ের দুই দিনের মধ্যে নববধূ তানিয়া আক্তারের হাতের মেহেদী শুকিয়ে যাবার আগেই তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নববধূ তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবুতালের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুই পরিবারের আলোচনা শেষে তানিয়ার বিয়ে হয় দক্ষিণ হযরতপুর গ্রামের মো. আব্দুর রহিমের সঙ্গে। বিয়ের পর শনিবার রাতে নববধূকে জামাই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং রোববার তার পরিবারের সদস্যরা নববধূকে নিতে জামাই বাড়ি আসেন। খাওয়ার পর সন্ধ্যার আগে নববধূকে তার স্বামী নিয়ে যায়, কিন্তু রাত ৩টার দিকে খবর আসে যে, স্বামী তার স্ত্রীর গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ‘ঘাতক স্বামীকে ঘটনাস্থল থেকে দ্রুত আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।’ তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী স্বামী ও তার পরিবারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

প্রতিনিধি/একেবি