images

সারাদেশ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৫, ০৮:২৯ এএম

images

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদে কোরআন পড়তে আসা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) কিশোরীর চাচা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই ইমাম মাওলানা শফিকুর রহমানকে গ্রেফতার করে।

আরও পড়ুন

সুনামগঞ্জে জলমহালে মাছ লুটের ঘটনায় গ্রেফতার ৮

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার  বনগাঁও উত্তর পাড়া মসজিদে দারুল কোরআন শিক্ষা নিতে আসতো ওই কিশোরী। গেল ৬ মার্চ এবং গতকাল ৮ মার্চ দুফা মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান তার কক্ষে ডেকে নিয়ে দু’ফা জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন ১৭ বছরের ওই কিশোরী। এ বিষয়ে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয় ওই ইমাম। পরে ভুক্তভোগী ওই কিশোরী বিষয়টি তার পরিবারে জানালে ভুক্তভোগীর চাচা ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিকেলে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান আখন্দ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান অভিযোগ পেয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস