images

সারাদেশ

নাটোরে গাছ চাপায় শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৮ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম

নাটোরে সিংড়ায় গাছের চাপায় মাসুদ আলী(৩৪) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮মার্চ) দুপুরে উপজেলার বিয়াশ কারীগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ আলী ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার বিয়াশ কারীগর গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে স্কুল শিক্ষক মাসুদ আলীসহ তার তিন ভাই তাদের বাগানে একটি ইউক্যালিপটাস গাছ কাটতে যায়। এসময় গাছ কাটার এক পর্যায়ে হঠ্যৎ গাছটি শিক্ষক মাসুদের শরীরে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তার ভাইয়েরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এলাকায় বেশ সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।

তিনি খুবই ভালো মানুষ ছিলেন। জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

প্রতিনিধি/ এজে