images

সারাদেশ

গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম

images

গাইবান্ধায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা নেতারা হলেন- ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন ও গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে আওয়ামী লীগ নেতা এটিএম রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিক্ষার্থী, বাপ-ছেলে আটক

তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির হাট এলাকার বাসিন্দা। দেড় দশকেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

অভিযোগ রয়েছে, এটিএম রাশেদুজ্জামান রোকন ক্ষমতার অপব্যবহার করে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ দখল করেছেন এবং কলেজকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধী মতাদর্শের লোকজনকে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

অপরদিকে, গোবিন্দঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বুলবুল ইসলাম জানান, বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকারকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস