জেলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম
অপারেশন ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাবেক এমপি সেলিম ওসমানের অন্যতম দোসর।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
দীর্ঘ ১৫ বছর ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে বন্দর মুছাপুর ইউনিয়নে নিজের ও পরিবারের আধিপত্য বিস্তার করেছে মাকসুদ। তখনকার স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের প্রভাব খাটিয়ে মুছাপুর এলাকায় নানান অপকর্ম করেছে মাকসুদ ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তারাও পলাতক ছিলেন।
মাকসুদকে গ্রেফতারে পর তার অপরাধের ফিরিস্তি এখন মানুষের মুখে মুখে। গত বছরের ৮ জুন উপজেলা পরিষদের নির্বাচনে কয়েক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান পদে নির্বাচিত হন মাকসুদ। স্বাধীনতার আগে থেকে এ পরিবারের কাছে জিম্মি হয়ে আছে মুছাপুর ও কুড়িপাড়া এলাকাবাসী।
এখনও ভয়ে কেউ কিছু বলতে পারেন না। বিগত দিনে তাদের কর্মকাণ্ডে এখনও আঁতকে উঠতে হয়। এমনই অভিযোগ স্থানীয়দের। গত ৫ আগস্টে তাদের চালানো তাণ্ডব - মুছাপুর ইউনিয়নবাসীকে আবারও সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়।
প্রতিনিধি/ এমইউ