images

সারাদেশ

খুলনায় দেশীয় অস্ত্রসহ আটক ২

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম

images

খুলনার কোস্টগার্ড, নৌ বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে দেশীয় দোনালা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) রূপসা থানার আলাইপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, রূপসা উপজেলার সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। এর মধ্যে ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো. প্রান্তিক উজ জামান বলেন, কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে