images

সারাদেশ

রংপুরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রকে শোকজ

জেলা প্রতিনিধি

০২ মার্চ ২০২৫, ০৭:৩০ এএম

images

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের এক লাখ টাকা চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অভিযোগে তাকে শোকজ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর।

শনিবার(১ মার্চ) রাত ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখ্য সংগঠক আলী মিলন স্বাক্ষরিত এক পত্র মারফতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে চাঁদা দাবির ২ মিনিট ৪১ সেকেন্ডের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বিরূপ মন্তব্য করছেন নেটিজেনরা।

তবে ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে দেখা গেলেও অপরপাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল অপরপাশে থাকা এক ব্যক্তির। সেখানে অপরপাশে থাকা ব্যক্তিটি নাহিদ হাসানকে উদ্দেশ্য করে বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দেই। এক লাখ টাকা দিতে পারব না, পাঁচ হাজার টাকা দিচ্ছি।

482324623_1464348221618047_108408648897005749_n

এসময় নাহিদ হাসান খন্দকার বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনিই চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে সময় নেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন।

এসময় নাহিদ হাসান আরও বলেন, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।

এ বিষয়ে নাহিদ হাসান খন্দকার এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, হাজিরহাট এলাকার ওদিকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চারজন সেখানে যাই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের কথা বললে তারা কিছু দিতে চেয়েছিল, কিন্তু রাজি হয়নি। এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়নি। আমাদের ফাঁসানোর জন্য তারা এই কাজটি করেছে।

আরও পড়ুন

আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ৩ দিনের রিমান্ডে

এসময় তিনি চ্যালেঞ্জ করে বলেন, কেউ টাকা নেয়ার বিষয়টি প্রমাণ করতে পারবে না। কেননা আমি এমন কোনো বিষয়ের সঙ্গে জড়িত নই।

এ ব্যাপারে গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ম্যানেজার বেলাল হোসেন বলেন, আমার পার্কে পুকুর তৈরিতে খনন কাজ চলছিল। অবৈধ বালু উত্তোলন করছি এমন অভিযোগ করে নাহিদ হাসান আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবি বিষয়ে কল রেকর্ডও আছে। আমি সময়মতো প্রকাশ করব।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার এর যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এর টিম তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকেসহ এই প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পেজে এসব বেশি প্রচারণা করা হচ্ছে। তার অডিও ক্লিপটি আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি বলে ধারণা করা হচ্ছে। তবে,তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এজন্য আমরা শোকজের মাধ্যমে তার কাছে জবাব চেয়েছি। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের একটি টিম এই বিষয় নিয়ে তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে কোরাম মিটিংয়ের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ২৪ নভেম্বর ঘোষিত কমিটিতে ইউল্যাব শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ ইমতিকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলীকে সদস্য সচিব করে ৬ মাস মেয়াদি রংপুর মহানগরের ১১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র করা হয়।

প্রতিনিধি/এসএস