images

সারাদেশ

তদন্তে গিয়ে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে এসআইয়ের পরকীয়া

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম

অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছেন এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

অভিযুক্ত এসআইয়ের নাম আবদুর রউফ। আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া ও মতিহার থানায় ছিলেন। বর্তমানে সাতক্ষীরার কলারোয়া থানায় রয়েছেন তিনি। আর ভুক্তভোগী কনস্টেবল পাবনার একটি ফাঁড়িতে রয়েছেন বলে জানা গেছে।

কনস্টেবল বলেন, গত বছর আরএমপির কমিশনার স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এ অভিযোগের তদন্ত করে এবং সত্যতা পাওয়া যায়।

তার দাবি, তার ছেলে রাজশাহীর একটি স্কুলে পড়াশোনা করে। তাই তার স্ত্রী সেখানে নিজের বাবার বাড়িতেই থাকেন। বাড়ির অংশ নিয়ে বোনদের মধ্যে বিরোধ দেখা দিলে এক শ্যালিকা নগরের বোয়ালিয়া থানায় অভিযোগ করেন। ওই অভিযোগ তদন্তের দায়িত্ব পান থানার তৎকালীন এসআই আবদুর রউফ। বিরোধ নিষ্পত্তির কথা বলে এসআই আবদুর রউফ তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই এসআই নিচতলার একটি ঘর দখল করে ভাড়াটিয়া হিসেবে সেখানে থাকতে শুরু করেন।

আরও পড়ুন

চকরিয়া থানার ওসি প্রত্যাহার

কনস্টেবল অভিযোগে উল্লেখ করেন, একদিন তিনি পাবনা থেকে শ্বশুরবাড়ি গিয়ে দেখতে পান, তার স্ত্রীর সঙ্গে ডাইনিংয়ে বসে খাচ্ছেন ওই এসআই। তিনি সেদিনই প্রথম তার পরিচয় জানতে পারেন। স্ত্রীর কাছে তিনি জানতে পারেন, অভিযোগ তদন্ত করতে এসে তার সঙ্গে পরিচয় হয়েছে। আপত্তিকর বিষয় তার চোখে পড়ে।

ভুক্তভোগী পুলিশ কনস্টেবল বলেন, এসআই আবদুর রউফ আমার সংসারে আগুন লাগিয়েছেন। তিনি আমার স্ত্রীকেই যোগাযোগ করতে দেন না। আমার স্ত্রীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে। বিভাগীয় মামলা হওয়ার পর তিনি আমার স্ত্রীকে দিয়ে আমার বিরুদ্ধেই মিথ্যা মামলা করিয়েছেন, যাতে আমার চাকরি না থাকে। এসব কারণে আমি দুই দফা স্ট্রোক করেছি। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই রউফ।

এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রতিনিধি/এসএস