images

সারাদেশ

খুলনায় মাসব্যাপী একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৫, ০৯:০৩ এএম

images

খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শেষ হয়েছে। বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বইয়ের মূল্য কখনও টাকা দিয়ে পরিমাপ করা যায় না। একখানা বই অমূল্য সম্পদ। বইমেলার বাণিজ্যিক আবেদনের পাশাপাশি এর সামাজিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম। 

বইমেলা প্রাণের মেলা। অন্য অনেক বইমেলা দেখেছি, কিন্তু খুলনার এ বইমেলা অন্যরকম। এ বইমেলাকে ঘিরে খুলনার মানুষের যে প্রাণচাঞ্চল্য, তা অনবদ্য ও অসামান্য। খুলনার এ বইমেলা তার সৃজনশীলতাকে উত্তরোত্তর বৃদ্ধি করে জাতীয় পর্যায়ে স্থান করে নেবে, এ আমার দৃঢ় বিশ্বাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সাবেক শিক্ষা অফিসার ফারহানা নাজ, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ