images

সারাদেশ

গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা বেগম পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাস্তা পারাপারের সময় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ওই নারীর মৃত্যু হয়। এলাকাবাসী ও র‍্যাবের সহায়তায় বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ