images

সারাদেশ

দিনাজপুরে আ.লীগের ৪ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনাজপুরের ডিআই ওয়ান লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মোকলেছুর রহমান, দিনাজপুর পৌরসভার যুব মহিলা লীগ সভানেত্রী মোছা. রোকসানা গোল্ডেন, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জিয়াউল ইসলাম। এদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪৮৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০টি ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়াও বিশেষ অভিযানের অংশ হিসেবে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশ।

প্রতিনিধি/টিবি