জেলা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম
দেশের যেকোনো সংকটকালে আনসার বাহিনী স্ব স্ব অবস্থান থেকে কাজ করেছে। বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগে এই দেশকে সম্মানিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নূরুল হাসান ফরিদী
তিনি বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর যখন পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন, তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দফতরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সব সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সব সক্ষমতা সমুন্নত রেখেছেন। তাই এ বিভাগের সব সদস্যকে সততা, দক্ষতা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
এতে প্রধান অতিথি ছিলেন বাহিনীটির খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নূরুল হাসান ফরিদী।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, জেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এফতেখারুল ইসলাম, যশোর জেলা কমান্ড্যান্ট আল আমিন, সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান।
সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে এই দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিরা।
প্রতিনিধি/এসএস