images

সারাদেশ

দেনমোহরের টাকা দিতে না পারায় যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

দেনমোহরের টাকা দিতে না পারায় মানিকগঞ্জে মো. জসিম নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহত যুবকের নিজ বাড়ি রাইল্যা গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিহত মো. জসিম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের মো. ফিরোজ আলীর ছেলে। পেশায় সে কাঠ মিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়রা জানান, জসিম প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে দেড় বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জেরে কয়েক মাস আগে তার স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

আরও পড়ুন: দুই স্ত্রীকে নি‌য়ে অশা‌ন্তির জেরে যুবকের আত্মহত্যা

পরে স্বামী জসিমের সংসার করবেন না বলে জানিয়ে দেনমোহরের দাবিতে মামলা করেন তার স্ত্রী। সেই টাকা জোগাতে না পারায় জসিম আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, জসিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ