images

সারাদেশ / শিক্ষা

চবিতে ৪ দোকান পুড়ে ছাই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ এএম

images

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের সামনে অবস্থিত গাউছিয়া হোটেলসহ চারটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ -১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চবির ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ইলেকট্রনিক্সের দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। 

পুড়ে যাওয়া চারটি দোকান হলো — গাউছিয়া হোটেল, সাকিব ইলেক্ট্রনিক্সের দোকান, ইব্রাহীম স্টোর ও তামিম টি স্টল। 

আকতার হোসেন বলেন, ‘ভোর সাড়ে ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। চারটা দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮ -১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

প্রতিনিধি/ এমইউ