images

সারাদেশ

ভুট্টাক্ষেত থেকে দগ্ধ নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

রংপুরের বদরগঞ্জ ভুট্টাক্ষেত থেকে অগ্নিদগ্ধ অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালিরঘাট সংলগ্ন কামারের ডাঙ্গাপাড়া এলাকার ভুট্টাক্ষেত থেকে সকাল সাড়ে ৯টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করছেন বদরগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সেচ পাম্প চালক হাবিবুর রহমান সকাল বেলা জমিতে সেচ দিতে গিয়ে রাম বাবু নামে এক কৃষকের ভুট্টাক্ষেতে আগুনে পোড়া এক মহিলার লাশ দেখতে পায়। এসময় লাশের পাশে একটি প্লাস্টিকের বোতল পড়েছিল। পরে বদরগঞ্জ থানা পুলিশকে খবর দেন তিনি।

আরও পড়ুন

স্ত্রীর ধর্ষণকারীকে নৃশংসভাবে হত্যা করলেন স্বামী

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে শরীরে পেট্রোল ঢেলে আগুনে দিয়ে মুখ ও শরীর পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা লাশের একটি হাত ছিঁড়ে নিয়ে গেছে শেয়াল।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায় নাই। তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস