জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
সিরাজগঞ্জে গোপাল চন্দ্র নামে এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
আরও পড়ুন: হবিগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেফতার
সাজাপ্রাপ্ত গোপাল চন্দ্র সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।
সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের এপিপি মো. হাদীউজ্জামান শেখ (হাদী) এ বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র মামলার রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি রেজাউল করিম প্রামানিককে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
আরও পড়ুন: বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অভিযান চালিয়ে আটটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ গোপালকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ বিষয়ে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
প্রতিনিধি/ এমইউ