জেলা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় রঞ্জু (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বদনপুর গ্রামের মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রঞ্জু বদনপুর গ্রামের আজিজুল মীরের ছেলে।
পুলিশ জানায়, বদনপুর গ্রামের ভোলার বাগানের মাঠে মরদেহটি পড়ে ছিল। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত দেখতে পাওয়া গেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রতিনিধি/ এমইউ