images

সারাদেশ

আপন ভাতিজার হাতে চাচা খুন

জেলা প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ এএম

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত হোছাইনগীর (৩৬) বদরখালী ইউনিয়নের ছনুয়াপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া। 

স্থানীয়রা জানান , হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে আপন বড় ভাই হাছানগীরের স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে আপন চাচা  হোছাইনগীরকে ভাতিজা ফোরকান প্রকাশ কালু বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সে মারাত্মকভাবে জখম হন।

স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে ফোরকান প্রকাশ কালু পালিয়ে যান। স্থানীয় লোকজন হোছাইনগীরকে উদ্ধার করে পার্শ্ববর্তী  হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে ডাক্তার চকরিয়া হাসপাতালে রেফার করেন। হাসপাতালে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান হোছাইনগীর।

চকরিয়ার ওসি মনজুরুল কাদের বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। অপরাধীকে আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এমইউ